নরেন্দ্র মোদীর কেনক্লান্তি আসেনা কখনও। তার কোন শক্তির উৎসের বলে কাজের এহেন প্রচন্ড চাপ তিনিসামলাতে পারেন, সপ্তাহের পর সপ্তাহ এবং প্রতি ক্ষেত্রে মেশিনের মত একই গুনমান বজায়রেখে ?  কি প্রধানমন্ত্রীসমর্থক, কি তার সমালোচক, উভয় তরফ থেকেই এ প্রশ্ন উঠে এসেছে ঘুরেফিরে।  

খোদ তাঁকেই এ প্রশ্নপ্রথম করা হয় টাউনহলে এবং এই সেদিন দিল্লিভিত্তিক এক সংবাদ সংস্হার টিভি সাক্ষাৎকারে।এতে নরেন্দ্র মোদীর উত্তর থেকে মেলে তার বাস্তব বোধের পরিচয় এবং এই জবাবে আছে গভীরদার্শনিক ব্যঞ্জনা-ও একটা ব্রত পূরণে কঠিন পরিশ্রমে নয়, বরং কাজটা অসমাপ্ত বা ঝুলেথাকার দরুন মানসিক অবস্হাটা ক্লান্তির বড় কারণ। রাহুল জোশীকে দেওয়া সাক্ষাৎকারেমোদীর নিজের ভাষায়,  ‘ আসনে আমরা ক্লান্তহয়ে পড়ি কাজ না করে এবং কাজ মানুষকে দেয় তৃপ্তি। সেই তৃপ্তি থেকে আসে তার শক্তি।আমি এটা টের পেয়েছি এবং আমরা তরুণ বন্ধুদের সবসময় বলি সেকথা। ক্লান্তি বেশিরভাগটামনের ব্যাপারে। কাজের জন্য দরকারি ক্ষমতা আছে প্রত্যেকেরই। তোমরা নতুন নতুনচ্যালেঞ্জ নিতে থাক এবং তোমাদের ভিতরের সত্তা তোমাদের মদত দেবে সবসময়। এটা অর্ন্তগ্রথিতবা ভিতরেই থাকে। ’

তার মন্ত্র সহজসরলআর জোরাল- তুমি তোমার কাজকে ভালবাসলে তুমি কখনও ক্লান্ত হবেনা কেননা তুমি যা করছোতা তুমি ভালবাসছো।