শ্রী নরেন্দ্র মোদী সাংবাদিক প্রয়াত মাধবরাও সিন্ধিয়ার সঙ্গে বিমান দুর্ঘটনায় নিহত গোপাল বিশ্ট-এর একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় ছিলেন তখন প্রধানমন্ত্রী শ্রী অটল বিহারী বাজপেয়ী তাঁকে ফোন করেছিলেন।
"আপনি কোথায়" জিজ্ঞাসা করলেন অটল জি
শ্রী মোদী উত্তর দিলেন, "আমি একটি অন্ত্যেষ্টিক্রিয়ায় আছি" তারপর অটল জি বললেন "ওহ! আপনি যখন অন্ত্যেষ্টিক্রিয়ায় আছেন সম্ভবত আমি আপনার সঙ্গে কথা বলতে পারবো না" কিন্তু তিনি শ্রী মোদীকে সন্ধ্যার সময় তাঁর বাড়িতে ডেকেছেন।
যখন শ্রী নরেন্দ্র মোদী অটল জি-র সঙ্গে দেখা করেন, প্রথানমন্ত্রী মন্তব্য করেছিলেন, "দিল্লী আপনাকে অনেক মোটা করে দিয়েছে! আপনাকে গুজরাত যেতে হবে!"
এই বার্তা শ্রী মোদী পুরোপুরি বুঝতে পেরেছিলেন, যেটা ছিল তাঁর কাছে আশ্চর্যজনক সিদ্ধান্ত। একজনএমএলএ হিসেবে কখনোই পরিবেশিত হচ্ছে, এটা ছিল খুব বড় দায়িত্ব দল তাঁকে অর্পণ করেছিল কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বলছেন, কে না বলতে পারে।
শ্রী মোদীর নিজের কথায়, "আমি কয়েক বছর ধরে গুজরাতে থাকিনি। আমি আমার দলের সহকর্মীদের ডেকে তাঁদের বললাম- আপনার বলুন আমি কোথায় যাবো, আমার কোনো বাড়ি নেই ওখানে। তাঁরা আমাকে বললো আমরা সার্কিট হাউজে একটা রুম বুক করে দেবো কিন্তু আমি কিন্তু আমি বললাম আমি এমএলএ নই তাই আমি সম্পূর্ণ পরিমাণ অর্থ প্রদান করবো।"
এইভাবে গুজরাতের মুখ্যমন্ত্রী হিসেবে শ্রী মোদী ইনিংস শুরু করেন। তিনি রাষ্ট্রের দীর্ঘতম সার্ভিং মুখ্যমন্ত্রী হয়ে ৪ বার শপথ গ্রহণ