India-Japan share deep linkages rooted in the thought streams of Hinduism and Buddhism: PM
Our Special Strategic and Global Partnership is marked by a growing convergence of economic and strategic issues: PM Modi in Japan
There is also a lot that we can do together as close partners, not just for the benefit of our societies: PM in Japan
Japan has always been a valuable partner in India’s journey to economic prosperity, infrastructure development, capacity building: PM

মহামান্য প্রধানমন্ত্রী শিনজো আবে ,

গন্যমান্য অতিথিবৃন্দ ,

ভদ্রমহিলা ও ভদ্রমহদয়গণ ,

শুভসন্ধ্যা! (কোনবানওয়া)

প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয়বারের মত জাপান সফরে আসা আমারকাছে বিশেষ সম্মানের বিষয় | জাপানের মানুষের সমর্পণ ও সক্রিয়তা ; ওজস্বিতা ও প্রাণশক্তি ; এবং সাফল্যকে ভারতের মানুষ দীর্ঘদিনথেকেই অভিনন্দিত করে আসছে |

জাপানের অভিজ্ঞতা থেকে অনেক কিছুই শেখার ও গ্রহণ করার রয়েছে | ভারত ও জাপানের মধ্যে দীর্ঘদিন থেকেইঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে | হিন্দুধর্ম ও বৌদ্ধধর্মের মূল চিন্তাধারার মধ্যে আমাদেরসমাজের সেই বন্ধন গভীরভাবে প্রোথিত | আর্থিক প্রবৃদ্ধি এবং আমাদের সভ্যতার মূল্যবোধের মধ্যেভারসাম্য রক্ষা করার প্রয়োজনীয়তাকে আমরা বিশেষ গুরুত্ব দিয়ে দেখি |

আমাদের সম্পর্ক উদারতা , গণতন্ত্রের সাধারণ মূল্যবোধ ও আইনেরশাসনের প্রতি সম্মানের মধ্য দিয়ে শক্তিশালী হয়ে উঠেছে | আজ আমাদের বিশেষ কৌশলগত ও আন্তর্জাতিকসহযোগিতা আর্থিক ও কৌশলগত বিষয়ের ক্রমবর্ধমান সমধর্মিতার দ্বারা চিহ্নিত |

ঘনিষ্ঠ সহযোগী হিসেবে আমরা একসঙ্গে আরও অনেক কিছুই করতেপারি | আর তা শুধুমাত্র আমাদের সমাজের সুবিধারজন্য নয় , এই অঞ্চল ও সমগ্র বিশ্বকেও উপকৃত করবে | আমাদের সহযোগিতা আমাদের অঞ্চলের ক্ষেত্রেসুপ্রতিবেশীসুলভ ও সংলাপের সদগুণকে উত্সাহিত করে |

বর্তমান সময়ে যেসব সুযোগ ও প্রতিকূলতার আমরা যৌথভাবেমুখোমুখি হচ্ছি , সেগুলির সাড়া দেওয়ার ক্ষেত্রে আমাদেরসক্ষমতাও আমাদের সংযুক্ত করতে পারে | এবং সমগ্র বিশ্বের সহযোগিতায় আমরা মৌলবাদ , সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদের ক্রমবর্ধমানহুমকির মোকাবিলা করতে পারি এবং আমাদের তা করতে হবে |

বন্ধুগণ ,

জাপান সবসময়ই আর্থিক সমৃদ্ধি , পরিকাঠামোগত উন্নয়ন , সক্ষমতা তৈরি এবং প্রযুক্তিগত অগ্রগতিতেভারতের পদচারণার ক্ষেত্রে মূল্যবান সহযোগী | আমাদের সহযোগিতার সুযোগ ও বিস্তৃতিবিভিন্ন ক্ষেত্রে প্রসারিত |

আমাদের আর্থিক সম্পর্ক প্রতিনিয়ত সমৃদ্ধি লাভ করছে | বাণিজ্যের সম্পর্ক নিয়মিতভাবে বৃদ্ধিপাচ্ছে এবং জাপান থেকে আসা বিনিয়োগ বাড়ছে | আমাদের দিক-নির্দেশকারী উন্নয়নমূলক উদ্যোগগুলিতে অংশগ্রহণকরার মধ্য দিয়ে জাপানের কোম্পানিগুলির অনেক কিছু অর্জন করার রয়েছে | বিনিময়ে আমাদেরও প্রযুক্তি ও উদ্ভাবনারক্ষেত্রে জাপানের তুলনাহীন অবস্থান থেকে অনেক কিছু অর্জনের রয়েছে |

আমাদের সম্পর্কের বিশেষ দিক হচ্ছে ভারতের বিভিন্ন রাজ্য ওজাপানের নানা প্রদেশের (প্রিফেকটিউয়ার) মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বৃদ্ধি | এটা হচ্ছে বিশ্বের নিরিখে জাপানেরক্ষেত্রে আমাদের অগ্রাধিকারের দৃষ্টিভঙ্গির প্রতিফলন | আমাদের দু ’ দেশের মানুষের মধ্যে একে অপরের জন্য যে শুভচিন্তা ওপারস্পরিক শ্রদ্ধাবোধ রয়েছে , সেই স্রোতধারারমাধ্যমে আমাদের বন্ধন লালিত হচ্ছে | আর তা বিশেষ সক্ষমতার সঙ্গে মহামান্য আবের শক্তিশালীনেতৃত্বের দ্বারা হচ্ছে |

তাঁর সঙ্গে আমার আজকের বৈঠক গত দুই বছরের মধ্যে অষ্টম বার | আমাদের শীর্ষ বৈঠকের নানা সুফল আমরাউদযাপন করছি | আমার ও আমার প্রতিনিধিবর্গের জন্য উষ্ণঅভ্যর্থনা ও অসাধারণ আতিথ্যের আয়োজন করায় আমি প্রধানমন্ত্রী আবে ও জাপান সরকারেরপ্রতি আমার আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই |

আমাদের লক্ষ্য যে পারস্পরিক সম্পর্কযুক্ত , সে বিষয়ে কোনো সন্দেহ নেই | জাপানের উপকূলে তরঙ্গায়িত ভারত-প্রশান্তমহাসাগরীয় জলরাশি যে ফেনার সৃষ্টি করে তা ভারতের উপকূলে এসেই ভাঙ্গে | আসুন আমরা শান্তি , সমৃদ্ধি ও উন্নয়নের জন্য সম্মিলিতভাবেকাজ করি |

ভদ্রমহিলা ও ভদ্রমহোদয়গণ ,

এবার আমি এক টুকরো টোস্ট উত্সর্গ করতে পারি:

জাপানের মহামান্য সম্রাট ও সম্রাটপত্নীর সুস্বাস্থ্য ও ভালোথাকার জন্য , প্রধানমন্ত্রী শিনজো আবের গভীর সাফল্যেরজন্য , জাপানের বন্ধুত্বপূর্ণ মানুষের ও এখানেউপস্থিত প্রত্যেকের জন্য , ভারত ও জাপানের অফুরন্ত বন্ধুত্বের জন্য ,

উল্লাস (কানপাই!)