Agreement for Cooperation in Peaceful Uses of Nuclear Energy marks historic step in our engagement to build a clean energy partnership: PM
India and its economy are pursuing many transformations. Our aim is to become a major centre for manufacturing, investments: PM
We see Japan as a natural partner. We believe there is vast scope to combine our relative advantages: PM Modi
Our strategic partnership brings peace, stability and balance to the region: PM Modi in Japan
We will continue to work together for reforms of the United Nations and strive together for our rightful place in the UNSC: PM Modi
Thank Prime Minister Abe for the support extended for India’s membership of the Nuclear Suppliers Group: PM Modi

মহামান্য প্রধানমন্ত্রী আবে,

বন্ধুগণ,

সুধীমন্ডলী শুভসন্ধ্যা!(মিনা-সামা,কোম্বানওয়া!)

জাপানি ভাষায় একটি জেন বৌদ্ধ-কথা রয়েছে—“ইচিগো ইচিয়ে”, যারমানে হচ্ছে আমাদের প্রতিটি সাক্ষাত অনন্য এবং আমাদের প্রতিটি মুহূর্তকে সযত্নেরক্ষা করতে হবে|

আমি অনেকবার জাপান সফর করেছি এবং প্রধানমন্ত্রী হিসেবে এটাআমার দ্বিতীয় সফর| এবং আমার প্রতিটি সফর অনন্য, বিশেষ, শিক্ষামূলক ও গভীর ফলপ্রসূ হয়েউঠেছে|

আমি জাপান, ভারত ও পৃথিবীর বিভিন্ন প্রান্তে নানা অনুষ্ঠানেমহামান্য আবে’র সঙ্গে সাক্ষাত করেছি| গত কয়েক বছরে জাপানের প্রথম সারির বিভিন্নরাজনৈতিক নেতা ও ব্যবসায়ীদের স্বাগত জানানোরও বিশেষ সুযোগ আমার হয়েছে|

আমাদের পারস্পরিক সম্মিলনের পুনরাবৃত্তি আমাদের সম্পর্কেরউচ্ছলতা, গতিশীলতা ও গভীরতাকেই প্রদর্শিত করে| এর মধ্য দিয়ে আমাদের বিশেষ কৌশলগত ওবৈশ্বিক সহযোগিতার সম্পূর্ণ সম্ভাবনা উপলব্ধি করার ধারাবাহিক প্রতিশ্রুতিওপ্রতিফলিত হয়|

বন্ধুগণ, আমাদের আজকের আলোচনায় প্রধানমন্ত্রী আবে ও আমি গতশীর্ষ বৈঠকের পর থেকে আমাদের সম্পর্কেরঅগ্রগতি নিয়ে পর্যালোচনা করেছি| এটা আমাদের দুজনের কাছেই স্পষ্ট যে, বহুমুখীক্ষেত্রে আমাদের সহযোগিতার অগ্রগতি হয়েছে| গভীর অর্থনৈতিক সংযুক্তি, বাণিজ্য,নির্মাণ ও বিনিয়োগের সম্পর্ক বৃদ্ধি, পরিবেশ-অনুকূল বিদ্যুত উৎপাদনে গুরুত্বদেওয়া, আমাদের নাগরিকদের সুরক্ষিত রাখতে সহযোগিতা এবং পরিকাঠামো ও দক্ষতা উন্নয়নেরক্ষেত্রে সহযোগিতা হচ্ছে আমাদের প্রধান অগ্রাধিকারের ক্ষেত্র|

পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের ক্ষেত্রে সহযোগিতারজন্য আজকের স্বাক্ষরিত চুক্তি হচ্ছে পরিবেশ-অনুকূল বিদ্যুতের অংশীদারিত্ব নির্মাণেআমাদের সংযুক্তির ক্ষেত্রে একটি ঐতিহাসিক পদক্ষেপ|

এক্ষেত্রে দু দেশের সহযোগিতা আবহাওয়া পরিবর্তনের প্রতিকূলতামোকাবিলায় আমাদেরকে সহযোগিতা করবে| এ ধরনের একটি চুক্তি জাপানের জন্য যে রয়েছে,আমি তার গুরুত্ব স্বীকার করি|

এই চুক্তিতে সহায়তা করার জন্য আমি প্রধানমন্ত্রী আবে,জাপানের সরকার ও সংসদকে ধন্যবাদ জানাই|

বন্ধুগণ,

ভারত ও এর অর্থনীতি অনেক রূপান্তরের মধ্য দিয়ে যাছে| আমাদেরলক্ষ্য হচ্ছে নির্মাণ, বিনিয়োগ এবং একবিংশ শতাব্দীর জ্ঞান-শিল্পের প্রধানকেন্দ্রবিন্দু হয়ে ওঠা|

এবং এই গতিপথে আমরা জাপানকে একটি স্বাভাবিক অংশীদার হিসেবেদেখছি| আমরা বিশ্বাস করি মূলধন, প্রযুক্তি অথবা মানব-সম্পদের ক্ষেত্রে পারস্পরিকসুবিধার জন্য কাজ করতে আমাদের সুযোগগুলিকে একসঙ্গে নিয়ে আসার বিশাল সম্ভাবনা রয়েছে|কোনো একটি সুনির্দিষ্ট প্রকল্পের দিক দিয়ে দেখতে গেলে মুম্বাই-আহমেদাবাদ উচ্চগতিররেল প্রকল্পের বিশেষ অগ্রগতির জন্য আমরা দৃষ্টি নিবদ্ধ করছি| অর্থনৈতিক ক্ষেত্রেআমাদের সংযুক্তি ও চুক্তি পরিকাঠামোগত উন্নয়নের জন্য বৃহত্তর সম্পদের অধিগম্যতায়আমাদের সহায়তা করবে|


প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়নের ক্ষেত্রে আমাদের সংলাপ নতুনক্ষেত্র নির্মাণ করেছে, এবং তা আমাদের অর্থনৈতিক অংশীদারিত্বের ক্ষেত্রে একগুরুত্বপূর্ণ উপাদান| আমরা মহাকাশ বিজ্ঞান, সমুদ্র ও ভূবিজ্ঞান, বস্ত্রশিল্প,ক্রীড়া, কৃষি ও ডাক ব্যাঙ্কিং-এর ক্ষেত্রেও নতুন অংশীদারিত্ব রূপায়ণ করছি|

বন্ধুগণ,

আমাদের কৌশলগত সহযোগিতা শুধুমাত্র আমাদের নিজেদের সমাজেরভালো ও নিরাপত্তার জন্যই নয়| এটা এই অঞ্চলের শান্তি, স্থায়িত্ব ও ভারসাম্য নিয়েআসবে| তা এশিয়া-প্যাসিফিক অঞ্চলে উদীয়মান সুযোগ ও প্রতিকুলতার ক্ষেত্রে সজীব ওপ্রতিক্রিয়াশীল|

সার্বিক দৃষ্টিভঙ্গির দেশ হিসেবে আমরা এই অঞ্চলের অর্থাতইন্দো-পেসিফিক সমুদ্রের জলের দ্বারা পরস্পর সংযুক্ত এলাকাগুলির মধ্যে যোগাযোগ,পরিকাঠামো ও দক্ষতা-নির্মাণে ঘনিষ্টভাবে সহযোগিতায় সম্মত হয়েছি|

সফল মালাবার নৌ-মহড়া ইন্দো-প্যাসিফিকের জলরাশির বিশালবিস্তৃতির মধ্যে আমাদের কৌশলগত স্বার্থের সমভাবাপন্নতায় গুরুত্ব আরোপ করেছে|

গণতন্ত্রে আমরা উদারতা, স্বচ্ছতা এবং আইনের শাসনের সমর্থনকরি| আমরা সন্ত্রাসবাদ, বিশেষ করে আন্ত-সীমান্ত সন্ত্রাসবাদের বিপদ প্রতিরোধেরসংকল্পেও একতাবদ্ধ|


বন্ধুগণ,

আমাদের দুই দেশের মধ্যেকার সম্পর্ক গভীর সাংস্কৃতিক ওজনগণের পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে আশীর্বাদপুষ্ট| গত ডিসেম্বর মাসেপ্রধানমন্ত্রী আবে’র ভারত সফরের সময় আমি এসবের আরও বিস্তৃত ভিত্তি তৈরির পদক্ষেপগ্রহণের জন্য প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলাম|

এবং এর ফলে গত মার্চ মাস (২০১৬) থেকে আমরা সমস্ত জাপানিনাগরিকদের ‘আসা মাত্রই ভিসা’ (ভিসা অন অ্যারাইভাল) প্রদান শুরু করেছি| এর থেকে আরওএক ধাপ এগিয়ে আমরা যোগ্য জাপানি ব্যবসায়ীদের জন্য দীর্ঘস্থায়ী দশ বছরের ভিসারসুযোগ দিয়েছি|


বন্ধুগণ,

আঞ্চলিক ও আন্তর্জাতিকমঞ্চেও ভারত ও জাপান ঘনিষ্ঠভাবে আলোচনা ও সহযোগিতা করে থাকে| রাষ্ট্রসংঘের সংস্কারের জন্য আমরা একসঙ্গে কাজকরে যাব এবং রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে আমাদের সঠিক অবস্থানের জন্য একসঙ্গেলড়াই চালিয়ে যাব|

পরমাণু সরবরাহ গোষ্ঠীতে ভারতের সদস্যপদের জন্য সহযোগিতারহাত সম্প্রসারিত করায় আমি প্রধানমন্ত্রী আবে-কে ধন্যবাদ জানাতে চাই|

মহামান্য আবে,

আমরা দু’জনেই উপলব্ধি করতে পারছি যে আমাদের সহযোগিতারভবিষ্যত সমৃদ্ধ ও বলিষ্ঠ| আমাদের জন্য ও এই অঞ্চলের জন্য আমরা সম্মিলিতভাবে যাকরতে পারি তার সুযোগ ও পরিমাপের কোনো সীমা নেই|

এবং এর একটি প্রধান কারণ হচ্ছে আপনার শক্তিশালী ও গতিশীলনেতৃত্ব| আপনার সহযোগী ও বন্ধু হতে পারাটা প্রকৃতই এক উল্লেখযোগ্য বিষয়| এই শীর্ষবৈঠকের মূল্যবান ফলাফলের জন্য এবং আপনার উদার স্বাগত ও আতিথেয়তার জন্য আমি আপনাকেধন্যবাদ জানাতে চাই|

আনাটা নো ও মতেনাশি ও আরিগাতো গোজাইমাশিতা!

(আপনার মহানুভব আতিথেয়তার জন্য ধন্যবাদ)

ধন্যবাদ, অশেষ ধন্যবাদ