জাতীয় বিপর্যয় মোকাবিলার বাহিনীর দ্বাদশ প্রতিষ্ঠা দিবসেবাহিনীর সকল সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একবার্তায় তিনি বলেছেন :
“জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর দ্বাদশ বর্ষ পূর্তিউপলক্ষে বাহিনীর সকল সদস্যকে আমার অভিনন্দন। বিপর্যয় মোকাবিলা, ত্রাণ ও উদ্ধারেরকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর প্রচেষ্টা নিঃসন্দেহে প্রশংসনীয়।
কাজের পদ্ধতি, প্রক্রিয়া এবং দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেজাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী এক সঠিক পদক্ষেপই গ্রহণ করেছে। কারণ, এর মধ্য দিয়েজীবন ও সম্পত্তিহানির ঘটনা বিশেষভাবে হ্রাস পাবে”।
Greetings to @NDRFHQ team on their 12th Raising Day celebrations. NDRF's efforts in disaster response, rescue & relief are commendable.
— Narendra Modi (@narendramodi) January 31, 2017
The @NDRFHQ is rightly focussing on strengthening systems, processes & capacity building, which help in minimising loss of life or property.
— Narendra Modi (@narendramodi) January 31, 2017