First responsibility of the government must be to work for poor, marginalized & underprivileged but sadly, SP isn’t doing so: Shri Modi
PM attacks SP government, says schools in UP do not have teachers in adequate number
Our Government is committed to welfare of farmers in UP, says Shri Narendra Modi
SP, BSP, Congress favouring each other in some way or the other in these elections, alleges PM Modi
For Uttar Pradesh's growth & development, BJP is the only ray of hope, says Prime Minister Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের কনৌজয়ের এক জনসভায় ভাষণ দিলেন। তিনি বললেন কনৌজ যে অপরিসীম ভালোবাসা দিয়েছে, সেই ভালোবাসা কনৌজ-এর উন্নয়ন করে সুদ সমেত ফেরত দেবে। প্রধানমন্ত্রী মহাকাশ বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়ে বললেন, বিজ্ঞানীরা একসঙ্গে ১০৪ উপগ্রহ উত্‍‍ক্ষেপণের মধ্যমে ইতিহাসে গর্বের অধ্যায় তৈরি করেছে।

প্রধানমন্ত্রী আরও বললেন যে উত্তরপ্রদেশে তার সরকার ক্ষমতায় এলে গরিব কৃষকদের ঋণ মুকুব করে দেওয়া হবে। এর সাথে আলু, পেঁয়াজ ও রসুন  ন্যূনতম সহায়ক মূল্যে ক্রয় করা হবে, যাতে কৃষকদের টাকা অপচয় না হয়।

শ্রী মোদী বললেন, উত্তরপ্রদেশে চাকরি নিয়ে যে দুর্নীতি চলছে তা দমন করা হবে এবং যুবকরা যাতে ঘুষ দেওয়ার বদলে মেধার ভিত্তিতে চাকরি পান, সেই ব্যবস্থা করা হবে। গ্রুপ ৩ এবং গ্রুপ ৪'এর ক্ষেত্রে ইন্টারভিউ তুলে দিয়ে শুধুমাত্র মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হবে। তিনি আরো বললেন যে, রেলওয়েতে ইন্টারভিউ তুলে দিয়ে শুধুমাত্র মেধার ভিত্তিতে চাকরি দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী উত্তরপ্রদেশ-এর শিক্ষার অবস্থা উল্লেখ করে বললেন আজও স্কুলে ৫০ শতাংশ শিক্ষকের অভাব, কিন্তু তাদের নিয়োগ হচ্ছে না। যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে স্কুলের শিক্ষকের অভাব দূর করে দেওয়া হবে, যার ফলে শিশুদের জন্য উন্নত মানের শিক্ষা এবং যুবকদের জন্য কর্মসংস্থান বৃদ্ধি পাবে।

প্রধানমন্ত্রী গরিবদের জন্য সরকার উল্লেখ করে বললেন যে কেন্দ্রীয় সরকার খাদ্য নিরাপত্তার অধীনে গরিবদের খাদ্য জোগানোর জন্য ২৭ টাকা করে দেয়, যদিও আপনার পকেট থেকে ৩ টাকা দিতে হয়। ভারত সরকার উত্তরপ্রদেশের কাছে গরিবদের তালিকা চেয়েছে, কিন্তু গরিব বিরোধী অখিলেশ সরকার গরিবদের তালিকাও দিতে পারেনি। এই কারণে উত্তরপ্রদেশের গরিবদের পাওনা ৭৫০ কোটি টাকা ভারত সরকারের কাছেই রয়ে গেছে।

প্রধানমন্ত্রী কেন্দ্র সরকারের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা বলতে গিয়ে বললেন হৃদরোগীদের অ্যাঞ্জিওপ্ল্যাস্টির সাধারণ স্টেন্টের দাম ৪৫ হাজার টাকা ছিল, সরকারের সিদ্ধান্তের পর তার দাম কমে মাত্র ৪ হাজার হয়ে যাবে, ড্রাগ এলুটিং স্টেন্টের দাম যা আগে ছিল ১.২৫ লক্ষ, সেটাও কমে ৩০ হাজার হয়ে গেছে।

প্রধানমন্ত্রী বললেন, গরিব কৃষক, দলিত, বঞ্চিত, শোষিত, তরুণ ও নারীদের সুরক্ষা তাঁর সরকারের অগ্রাধিকার তালিকায় অন্তর্ভুক্ত।

এই ইভেন্টে বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ এবং কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন