PM Narendra Modi address public meeting in Meerut
Our Government is trying everything possible for progress of Uttar Pradesh: PM Modi
Shri Modi attacks Congress for allying with Samajwadi party
This election is about UP’s fight against SCAM - Samajwadi Party, Congress, Akhilesh Yadav and Mayawati, says Shri Modi

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ উত্তরপ্রদেশের মীরাঠে একটি বিশাল জনসভায় ভাষণ দিলেন। এই জনসভায় বক্তৃতাকালে শ্রী মোদী বললেন, "১৮৫৭ সালে স্বাধীনতার জন্য ব্রিটিশদের সঙ্গে প্রথম সংগ্রাম এই মীরাঠের মাটি থেকে শুরু হয়েছিল এবং এখন দারিদ্র্যের বিরুদ্ধে লড়াই এখানে থেকে শুরু হয়েছে।" শ্রী মোদী উত্তরপ্রদেশের ভাগ্য পরিবর্তন করার জন্য জনগণের প্রতি সরকার পরিবর্তন করার আহ্বান জানিয়েছেন।

প্রধানমন্ত্রী মোদী বললেন, বিজেপি রাজ্যের তরুণদের নিয়ে উদ্বিগ্ন ছিল এবং তাঁদের সমৃদ্ধিলাভের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে চেয়েছিল। "আমাদের সরকার উত্তরপ্রদেশের অগ্রগতির জন্য সম্ভাব্য সবকিছু করার চেষ্টা করছে। অনেক কাজ করা হয়েছে কিন্তু আমি অগ্রগতির নতুন উচ্চতা স্পর্শ করতে রাজ্যের জন্য আরও কাজ করতে চাই।" 

শ্রী মোদী মন্তব্য করলেন উত্তরপ্রদেশে অপরাধীদের আইনের কোনো ভয় নেই। প্রধানমন্ত্রী রাজ্য সরকারকে প্রশ্ন করলেন, "কেন নিরীহ নাগরিকদের হত্যা করা হচ্ছে? কেন নিরীহ ব্যবসায়ীদের হত্যা করা হচ্ছে?

কংগ্রেসকে আক্রমণ করে শ্রী মোদী মন্তব্য করলেন, "কংগ্রেসের প্রতিটি গ্রামে গিয়ে বলতো কিভাবে উত্তরপ্রদেশকে লুট করা হয়েছে। তারা সমাজবাদী পার্টি এবং রাজ্য সরকারকে অবমাননা করতো। কিন্তু হঠাৎ কি হলো যে এসপি-র সঙ্গে কংগ্রেস জোট বেঁধেছে।"

শ্রী মোদী বললেন, এখন উত্তরপ্রদেশের 'SCAM'- সমাজবাদী পার্টি, কংগ্রেস, অখিলেশ যাদব এবং মায়াবতীর বিরুদ্ধে লড়াই করার সময়। তিনি আরো বললেন, "এটা স্ক্যাম-এর বিরুদ্ধে লড়াই। জনগণকে সিদ্ধান্ত নিতে হবে তারা স্ক্যাম চায় নাকি বিজেপি সরকার গঠন করতে চায়। আমরা উত্তরপ্রদেশ-এর জন্য সম্ভাব্য সবকিছু করতে ইচ্ছুক।

প্রধানমন্ত্রী অভিযোগ তুললেন রাজ্য সরকার জনগণের স্বাস্থ্যের উপর নজর দেয়নি। শ্রী মোদী উল্লেখ করলেন, "কেন্দ্র স্বাস্থ্যসেবার জন্য বরাদ্দ তহবিল করেছে। কিন্তু রাজ্য সরকার মানুষের জন্য তা ব্যয় করেনি। উন্নয়ন কাজ ও স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছানো বিরত রাখা আপনাদের কেমন রাজনীতি?

প্রধানমন্ত্রী আখ চাষীদের জন্য কল্যাণমূলক পদক্ষেপ এবং সেনাবাহিনীতে এক পদ, এক পেনশন বাস্তবায়ন করার কথাও বললেন। শ্রী মোদী বিমুদ্রিকরণ পদক্ষেপ সম্বন্ধে বললেন। তিনি আরো বললেন, "আমি জানতাম যে যারা দেশকে লুট করছে তাঁরা আমার ৮ নভেম্বরের সিন্ধান্ত পছন্দ করবে না এবং তারা আমার বিরুদ্ধে এক হয়ে যাবে। কিন্তু আমি দুর্নীতি ও কালো টাকার বিরুদ্ধে লড়াইয়ের চালিয়ে যাবো।"

এই ইভেন্টে বিজেপির বিভিন্ন নেতৃবৃন্দ এবং কার্যকর্তারা উপস্থিত ছিলেন।

Click here to read full text speech