PM Modi congratulates ISRO scientists for successful launch of INSAT-3DR
Our space programme keeps making us proud with the exemplary achievements: PM
ISRO scientists have demonstrated top-notch skill, unparalleled dedication & remarkable determination: PM

ভারতেরভূ-সমলয় উপগ্রহ জিএসএলভি-এফ০৫-এর সফল উৎক্ষেপণের জন্য ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থাইসরো’র বিজ্ঞানীদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। এইউপলক্ষে এক বার্তায় তিনি বলেছেন, “আমাদের মহাকাশ কর্মসূচির দৃষ্টান্তমূলক সাফল্যেরজন্য আমরা গর্বিত। ইনস্যাট-৩ ডি আর – এর সফল উৎক্ষেপণের মুহূর্তটি আমাদের কাছেখুবই আনন্দদায়ক।

অসামান্যদক্ষতা, অতুলনীয় নিষ্ঠা এবং অনুকরণযোগ্য সংকল্পের জন্য ইসরো’র বিজ্ঞানীদেরঅভিনন্দন জানাই।

জিএসএলভি-এফ০৫ হল ভারতের দশম ভূ-সমলয় কৃত্রিমউপগ্রহ। আজ যেটি উৎক্ষিপ্ত হল মহাকাশে তা বহন করে নিয়ে গেছে আবহাওয়া সংক্রান্ত একউন্নত প্রযুক্তির কৃত্রিম উপগ্রহ ইনস্যাট-৩ ডি আর’কে”।