শিবরাত্রির দিন (২৪ ফেব্রুয়ারি ২০১৭) আবরণ উন্মোচন করা হচ্ছে ১১২ ফুট উঁচু শিব মূর্তির। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন ওই অনুষ্ঠানে। তাঁর হাত ধরেই আদি‌যোগী শিব-এর ওই মূর্তির আবরণ উন্মোচিত হবে। তামিলনাড়ুর কোয়েম্বাত্তুরে ওই বিশালাকায় শিব মূর্তিটি স্থাপন করেছে বিশ্ববিখ্যাত ধর্মীয় সংগঠন ঈশা ফাউন্ডেশন। প্রধানমন্ত্রী এবং ঈশা ফাউন্ডেশনের কর্ণধার ‌যোগী বসুদেব দর্শকদের সঙ্গে মতবিনিময় করবেন।

আপনার ধারণা এবং মতামত শেয়ার করুন নিচে। শ্রী মোদী তাঁর ভাষণে কিছু উল্লেখ করতে পারে।