প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্রমোদি কিগালি চুক্তিকে স্বাগত জানিয়েছেন| জলবায়ু পরিবর্তনকারীহাইড্রোফ্লুরোকার্বনের(এইচ.এফ.সি.) ব্যবহার নিয়ন্ত্রণের জন্য লক্ষ্য নিয়েরোয়ান্ডার কিগালি-তে ভারত সহ ১৯৭টি দেশ এই চুক্তিতে স্বাক্ষর করেছে|
প্রধানমন্ত্রী বলেছেন, “মন্ট্রিলপ্রটোকলে কিগালি চুক্তি এই সকালে এক ঐতিহাসিক অনুষ্ঠানে এসে পৌঁছেছে, যা আমাদেরগ্রহের ওপর এক দীর্ঘস্থায়ী প্রভাব ফেলবে|
চুক্তিটি এই শতকের শেষেবিশ্বের তাপমাত্রা ০.৫ ডিগ্রি কমে আসবে এবং প্যারিসে যে লক্ষ্য স্থির করা হয়েছিলতা অর্জনে আমাদের সক্ষম করে তুলবে|
ভারত সহ অন্যান্য দেশগুলি যেনমনীয়তা ও সহযোগিতা দেখিয়েছে তার ফলেই এই সুষ্ঠু, ন্যায়সঙ্গত ও উচ্চাভিলাষীএইচ.এফ.সি. চুক্তি সম্ভব হয়েছে|
এটা ভারতের মত দেশগুলিকে কমকার্বন ফুটপ্রিন্ট-এর জন্য প্রযুক্তির উন্নয়ন ও অধিগম্যতার পদ্ধতি প্রদান করবে|
এই গুরুতর বিষয়ে সবাইএকসঙ্গে এগিয়ে আসার জন্য আমি সমস্ত দেশগুলিকে অভিনন্দন জানাই| এটা এক সবুজ পৃথিবীতৈরিতে অবদান রাখবে|”
The Kigali Agreement to the Montreal Protocol reached this morning is a historic occasion, which will have a lasting impact on our planet.
— Narendra Modi (@narendramodi) October 15, 2016
Agreement will lead to a reduction of 0.5 degree in global temp by the end of the century & enable us to achieve the goals set in Paris.
— Narendra Modi (@narendramodi) October 15, 2016
The flexibility and cooperation shown by India as well as other countries has created this fair, equitable and ambitious HFC agreement.
— Narendra Modi (@narendramodi) October 15, 2016
This will also provide a mechanism for countries like India to access and develop technologies that leave a low carbon footprint.
— Narendra Modi (@narendramodi) October 15, 2016
I congratulate all countries for having come together on this critical issue, which will contribute to a greener Earth.
— Narendra Modi (@narendramodi) October 15, 2016