মার্কিনযুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে মিঃ ডোনাল্ড ট্রাম্প দায়িত্বভারগ্রহণ করায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একবার্তায় তিনি বলেছেন :
“মার্কিনপ্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন। আগামীবছরগুলিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উত্তরোত্তর সাফল্যের লক্ষ্যে তাঁর নেতৃত্বদানেরজন্য আন্তরিক শুভকামনা জানাই।
আমাদের মিলিতমূল্যবোধ ও সাধারণ স্বার্থের মধ্যেই নিহিত রয়েছে ভারত-মার্কিন কৌশলগতঅংশীদারিত্বের সম্পর্ক।
ভারত-মার্কিনসম্পর্ককে আরও গভীরে নিয়ে যাওয়ার লক্ষ্যে এবং আমাদের সহযোগিতার সম্ভাবনাময়দিকগুলির সুফল আহরণে প্রেসিডেন্টের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার জন্য আমরাবিশেষভাবে আগ্রহী।”
Congratulations @realDonaldTrump on assuming office as US President. Best wishes in leading USA to greater achievements in the coming years.
— Narendra Modi (@narendramodi) January 20, 2017
Strength of the India-USA strategic partnership lies in our shared values and common interests.
— Narendra Modi (@narendramodi) January 20, 2017
Looking forward to working with President @realDonaldTrump to further deepen India-US ties & realise the full potential of our cooperation.
— Narendra Modi (@narendramodi) January 20, 2017