আগামীদশকগুলির জন্য বলিষ্ঠ সহযোগিতার এক দৃঢ় ভিত্তি গড়ে তুলেছে ভারত ও জাপান।
আজ এখানেজাপান-ভারত সংসদীয় মৈত্রী লিগ-এর এক প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাৎকারকালে একথাবলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। মিঃ হিরোয়ুকি হোসোদা’র নেতৃত্বে পাঁচসদস্যের এই প্রতিনিধি দলে ছিলেন মিঃ কাটসুয়া ওকাদা, মিঃ মাসাহারু নাকাগাওয়া, মিঃনাওকাজু তাকেমোতো এবং মিঃ ইয়োশিয়াকি ওয়াদা। গত ১৮ সেপ্টেম্বর জম্মু ও কাশ্মীরেরউরি’তে জঙ্গিহানায় প্রাণহানির ঘটনায় শোক ও সমবেদনা প্রকাশ করেন মৈত্রী লিগ-এরসদস্যরা। বিশ্ব জুড়ে সন্ত্রাসের হুমকির পরিপ্রেক্ষিতে ভারতের প্রধানমন্ত্রী যেআন্তর্জাতিক সহযোগিতার আহ্বান জানিয়েছেন, তাকে স্বাগত জানান লিগ-এর প্রতিনিধিরা।একই সঙ্গে, সন্ত্রাসের মদতদাতাদের বিচ্ছিন্ন করে তোলার লক্ষ্যে সুসংবদ্ধপ্রচেষ্টার ডাক দেওয়ার জন্যও শ্রী নরেন্দ্র মোদীকে সমর্থন করেন তাঁরা।
ভারত ওজাপানের মধ্যে সম্পর্ককে আরও জোরদার করে তোলার লক্ষ্যে জাপানে বলিষ্ঠ জনমত গড়ে উঠছেবলে লিগ-এর সদস্যরা অবহিত করেন ভারতের প্রধানমন্ত্রীকে। একই সঙ্গে, এই সহযোগিতারসূত্র ধরে উচ্চগতির রেল সহ উচ্চ প্রযুক্তিগত সহযোগিতার সাফল্যের ঘটনাকেও স্বাগতজানান তাঁরা।
The JIPFL delegation conveyed that there is strong bipartisan support in Japan for strengthening relations between Japan and India, and welcomed the progress achieved in High Technology cooperation, especially in High Speed Railway.
The Prime Minister recalled that Prime Minister Abe’s visit to India in 2015 was a landmark visit in the history of our bilateral relations, and said that he is looking forward to visiting Japan in the near future.
A delegation of Japan-India Parliamentarians’ Friendship League meets PM ModiA delegation of Japan-India Parliamentarians’ Friendship League (JIPFL) called on PM today.
The delegation was led by Mr. Hiroyuki Hosoda, and included Mr. Katsuya Okada, Masaharu Nakagawa, Mr. Naokazu Takemoto and Mr. Yoshiaki Wada.
The JIPFL delegation conveyed their condolences for the victims of the cross-border terror attack in Uri, J&K on 18 September 2016.
The JIPFL delegation welcomed PM’s call for greater international cooperation against the global menace of terrorism, and for coordinated efforts to isolate the State sponsors of terrorism.
The Prime Minister recalled his successful visit to Japan in 2014, during which he had interacted with JIPFL in Tokyo. The Prime Minister said that India and Japan have laid the foundations for strong cooperation in many areas for decades to come.
The JIPFL delegation conveyed that there is strong bipartisan support in Japan for strengthening relations between Japan and India, and welcomed the progress achieved in High Technology cooperation, especially in High Speed Railway.
The Prime Minister recalled that Prime Minister Abe’s visit to India in 2015 was a landmark visit in the history of our bilateral relations, and said that he is looking forward to visiting Japan in the near future.