পিএসএলভি-৩৫ এবং উন্নত মানের আবহাওয়া উপগ্রহ এসসিএসএটি-১ও সাতটি সহযোগী যাত্রী উপগ্রহের সফল উৎক্ষেপণে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ‘ইসরো’এবং তার বিজ্ঞানীদের অভিনন্দিত করেছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। একবার্তায় তিনি বলেছেন :
“ ভারতের পক্ষে এক বিশেষ আনন্দ ও গর্বের মুহূর্ত।পিএসএলভি-৩৫ এবং উন্নত মানের আবহাওয়া উপগ্রহ এসসিএসএটি-১ ও সাতটি সহযোগী যাত্রীউপগ্রহের সফল উৎক্ষেপণের জন্য ইসরো’কে অভিনন্দন।
আমাদের মহাকাশ বিজ্ঞানীরা ইতিহাস রচনা করে চলেছেন।তাঁদের উদ্ভাবনী আগ্রহ ও উৎসাহ ১২৫ কোটি ভারতবাসীর জীবনকে স্পর্শ করেছে এবংভারত’কে গৌরবান্বিত করেছে সমগ্র বিশ্বের কাছে”।
Moment of immense joy & pride for India. Congratulations to @isro on successful launch of PSLV-C35/SCATSAT-1 & 7 co-passenger satellites.
— Narendra Modi (@narendramodi) September 26, 2016Our space scientists keep scripting history. Their innovative zeal has touched the lives of 125 crore Indians & made India proud worldwide.
— Narendra Modi (@narendramodi) September 26, 2016Congrats @isro for setting another example of space cooperation by launching US, Canada, Algeria satellites together with its own satellite.
— Narendra Modi (@narendramodi) September 26, 2016Congratulations to our promising & talented students of @iitbombay, who created the Pratham satellite that was launched today.
— Narendra Modi (@narendramodi) September 26, 2016I applaud the industrious & innovative students of @PESUniversity, Bengaluru for creating the PiSat that was launched successfully today.
— Narendra Modi (@narendramodi) September 26, 2016