We greet the Election Commission and salute their important role in our democracy: PM on Voters' Day
Elections are celebrations of democracy. They communicate the will of the people, which is supreme in a democracy: PM

জাতীয় ভোটার দিবস উপলক্ষে নাগরিকদের অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। নির্বাচনকে গণতন্ত্রের উৎসব বলে বর্ণনা করে সকল ভোটারকেই তাঁদের ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানিয়েছেন তিনি। বয়স ১৮ বছর পূর্ণ হলে দেশের তরুণরা যাতে ভোটার তালিকায় তাঁদের নাম নথিভুক্ত করেন সেজন্যও তাঁদের উদ্বুদ্ধ করেন প্রধানমন্ত্রী। 

এই উপলক্ষে প্রধানমন্ত্রী তাঁর বার্তায় বলেছেন, “জাতীয় ভোটার দিবস উপলক্ষে আপনাদের সকলকে জানাই আমার শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা অভিনন্দন জানাই নির্বাচন কমিশনকে,সম্মান জানাই গণতন্ত্রে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকার প্রতি। 

নির্বাচনহল গণতন্ত্রের উদযাপন। কারণ তার মধ্য দিয়েই জনসাধারণের ইচ্ছার প্রতিফলন ঘটে যাগণতন্ত্রের এক সর্বোচ্চ সাফল্য। 

যোগ্য সকল নির্বাচকদেরই আমি আহ্বান জানাই তাঁদের ভোটাধিকার প্রয়োগের জন্য। আহ্বান জানাই আমার তরুণ বন্ধুদের যাতে বয়স ১৮ বছর পূর্ণ হলেই তাঁরা ভোটার হিসেবে নিজেদের নাম নথিভুক্ত করেন।”