কেন্দ্রীয় সরকার আমাদের সেনাবাহিনীর কল্যাণে প্রতিজ্ঞাবদ্ধ। সরকার গঠনের পর থেকে, প্রাক্তন জওয়ানদের 'এক পদ, এক পেনশন'সহ জওয়ানদের বিভিন্ন দাবির উপর কাজ করেছে। এই স্কিমের মাধ্যমে প্রাক্তন জওয়ানরা সরাসরি উপকৃত হয়েছে।

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী সবসময় আমাদের সেনাবাহিনীর সাহসিকতা এবং অতুলনীয় সেবার আদর্শকে সম্মান জানিয়েছেন এবং আমাদের জওয়ানদের মনোবল বৃদ্ধি করতে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী প্রতি বছর দিওয়ালি উদযাপন করেন জওয়ানদের সঙ্গে। গত বছর, শ্রী নরেন্দ্র মোদী ‘#Sandesh2Soldiers’ নামে বিশেষ উদ্যোগ নিয়েছিলেন যেখানে সারাদেশের মানুষ জওয়ানদের জন্য শুভেচ্ছা এবং অভিনন্দন পাঠিয়েছে। 


বছরের পর বছর ধরে আমাদের জওয়ানদের সঙ্গে প্রধানমন্ত্রী:

ভারতীয় সেনাবাহিনীর শৌর্য, সাহসিকতা এবং অমূল্য সেবার আদর্শকে অভিবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রীশ্রী নরেন্দ্র মোদী। সেনা দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেছেন : 

“ সেনা দিবসউপলক্ষে সেনা বাহিনীর সমস্ত কর্মী, প্রবীণ ও প্রাক্তন সেনাকর্মী এবং তাঁদের পরিবারবর্গকেঅভিনন্দন জানাই। ভারতীয় সেনা বাহিনীর শৌর্য এবং অতুলনীয় সেবার আদর্শকে আমি সম্মানজানাই। 

জাতিরসার্বভৌমত্ব রক্ষা থেকে প্রাকৃতিক বিপর্যয়ে নাগরিকদের পাশে দাঁড়ানো সমস্ত রকমকাজেই ভারতীয় সেনা বাহিনী রয়েছে পুরোভাগে। 

ভারতীয় সেনাবাহিনীর জীবনোৎসর্গের কথা আমরা গর্বের সঙ্গেই স্মরণ করি। ১২৫ কোটি ভারতবাসী যাতেশান্তির মধ্যে বাস করতে পারেন, তা নিশ্চিত করতে নিজেদের জীবন বিপন্ন করতেওসেনাকর্মীরা দ্বিধা করেন না।