লোকসভায় রাষ্ট্রপতি ভাষণের ধন্যবাদজ্ঞাপক আলোচনায় জবাবী ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী বললেন যে, এনডিএ সরকার মিশন মোডে ভারতের গ্রামে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক বিছিয়ে দূরত্বসংযুক্ত করার কাজ করছি। শ্রী মোদী বললেন, "২০১১ থেকে ২০১৪’র মধ্যে, জাতীয় অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক অধীনে মাত্র ৫৯টি গ্রামে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক যুক্ত করা হয়েছে, আর তাতেও লাস্টমাইল কানেক্টিভিটির ব্যবস্থা ছিল না। আদায়ও সম্পূর্ণ কেন্দ্রীভূত ছিল। কিন্তু ২০১৪ সালে আমরা সরকার আসার পর কর্মসংস্কৃতিতে পরিবর্তন এসেছে। পরিণাম-স্বরূপ, আমরা ইতিমধ্যেই দেশের ৭৬ হাজার গ্রামে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক বিছিয়ে শেষতম দূরত্বসংযুক্ত করেছি।
Login or Register to add your comment