PM Modi campaigns in Hardoi & Barabanki, urges people to elect a BJP Govt
SP, BSP and the Congress never thought welfare of people and always focused on political gains: PM
What is the reason that Uttar Pradesh tops the chart in the entire nation in crime rates? This must change: PM
Our Govt is committed to empower the poor: PM Modi

প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশের হারদোই এবং বারাবাঁকিতে এক জনসভায় ভাষণ দিলেন। একসঙ্গে মহাকাশে ১০৪টি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করে দেশ যে রেকর্ড গড়েছে, তার প্রশংসা করছে গোটা দুনিয়া। কিন্তু দেশের সঙ্গে সঙ্গে উত্তরপ্রদেশেরও উন্নয়ন হওয়া প্রয়োজন। শ্রী মোদী বললেন আমাদের কাছে উন্নয়নের অর্থ হলো "বিদ্যুৎ, আইন-শৃঙ্খলা ও রাস্তা।" তিনি বললেন উত্তরপ্রদেশের ১৫০০ গ্রাম থেকে ১৩৫০ গ্রামে কেন্দ্র সরকার বিদ্যুৎ পৌঁছে দিয়েছে, কিন্তু অখিলেশ মাত্র ৩টি গ্রামে বিদ্যুতের খুঁটি লাগিয়েছেন।

প্রধানমন্ত্রী বললেন ফসল জীবন বীমার অধীনে ভারত সরকার কৃষকদের ৯৮ শতাংশ বীমার অর্থ প্রদান করে, তা সত্ত্বেও অখিলেশ সরকার মাত্র ১৪ শতাংশ কৃষকের বীমা করিয়েছে যেখানে অন্য রাজ্যে ৫০ থেকে ৬০ শতাংশ কৃষক ফসল বীমা যোজনার সুবিধা পাচ্ছে। তিনি বললেন যেখানে অন্য রাজ্যে ৬০ থেকে ৭০ শতাংশ গম চাষীদের কাছে থেকে ক্রয় করে, সেখানে অখিলেশ সরকার মাত্র ৩ শতাংশ গম ক্রয় করেছে।

প্রধানমন্ত্রী বললেন একটি নমুনা সমীক্ষা অনুযায়ী নীমকোটিং ইউরিয়ার মাধ্যমে গম চাষীদের ফসল ৫ শতাংশ বেশি হয়েছে এবং ধান ও আখ চাষীদের ফসল ১৫ শতাংশ বেশি হয়েছে। এর সাথে ইউরিয়ার কালোবাজারিও বন্ধ হয়েছে।

প্রধানমন্ত্রী জানালেন ভারত সরকার একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের অধীনে ক্যান্সার, ডায়াবেটিস ও হৃদরোগের মতো গুরুতর রোগের ওষুধের দাম অনেক কম করেছে, যে ক্যান্সারের ঔষধ আগে ৩০ হাজার টাকা ছিল সেটা এখন ৩ হাজার তাকে পাওয়া যাবে। এর সঙ্গে অ্যাঞ্জিওপ্লাস্টির সাধারণ স্টেন্টের দাম যা আগে ৪৫ হাজার টাকা ছিল সেটা কমে ৭ হাজার হয়েছে এবং বিশিষ্ট ধরনের স্টেন্টের দাম ১.২৫ লক্ষ থেকে কমে ৩০ হাজার টাকা হয়ে গেছে।

প্রধানমন্ত্রী বললেন দেশে ২০ কোটি এলইডি বাল্ব লাগানো হয়েছে, যার মধ্যে এক কোটি ২৫ লক্ষ এলইডি বাল্ব হারদোই-এ লাগানো হয়েছে, ফলে ১১ হাজার কোটি টাকা সঞ্চয় হয়েছে।

প্রধানমন্ত্রী একথাও জানালেন যে ভারত সরকার উত্তরপ্রদেশের ১.২৫ লক্ষ পরিবারকে বিনামূল্যে বিদ্যুৎ সংযোগ প্রদান করার জন্য টাকা সুরক্ষিত রেখেছে, কিন্তু অখিলেশ সরকার মাত্র ১৩ হাজার মানুষকে বিদ্যুৎ সংযোগ দিতে পেরেছে।

শ্রী মোদী বললেন তাঁর সরকার ক্ষমতায় এলে ক্ষুদ্র কৃষকদের ঋণ মুকুব করে দেওয়া হবে। ব্যবসায়ীদের স্বার্থে কল্যাণ বোর্ড স্থাপন করা হবে। ছয়টি আইটি পার্ক নির্মাণ করা হবে। এর সাথে ১০০০ কোটি টাকার বিশ্বকর্মা সকল সম্মান স্কিম চালু করা হবে, যার অধীনে ইউপির দরজী, স্বর্ণশিল্প, ময়রা এবং অন্যান্য ক্ষুদ্র ব্যবসায়ীরা আর্থিক সুবিধা পাবে। এর সঙ্গে আলু, রসুন ও পেঁয়াজ নূন্যতম মূল্যে ক্রয় করা হবে। শ্রী মোদী বললেন, তাঁর সরকার ক্ষমতায় এলে ক্ষুদ্র কৃষকদের ঋণ মুকুব করে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী বললেন বিজেপি সরকার ক্ষমতায় এলে দিল্লির মতো উত্তরপ্রদেশেও সরকারি চাকরি ক্ষেত্রে গ্রুপ ৩ ও গ্রুপ ৪-এর জন্য ইন্টারভিউ বন্ধ করে চাকরি ক্ষেত্রে দুর্নীতি নির্মূল করা হবে। তিনি বললেন, বিজেপি সরকার গ্রামের দরিদ্র, কৃষক, যুবক ও নারীদের সুরক্ষায় নিবেদিত।

হারদোই-এর সম্পূর্ণ ভাষণ পড়তে এখানে ক্লিক করুন