PM Modi to visit Laos, attend East Asia Summit and ASEAN summit
PM Modi's Laos visit aims to enhance India's physical and digital connectivity with southeast Asia
PM Modi to hold bilateral level talks with world leaders on the sidelines of ASEAN and East Asia Summits
ASEAN is a key partner for our Act East Policy, which is vital for the economic development of our Northeastern region: PM Modi

আজ থেকে চতুর্দশ আসিয়ান-ভারত শীর্ষ বৈঠক এবং একাদশ পূর্ব এশিয়া শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে লাওস-এর রাজধানী শহর ভিয়েনটান-এ। এই শীর্ষ বৈঠক দুটিতে অংশগ্রহণ করছেন ভারতের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী।

এইসফর সম্পর্কে প্রধানমন্ত্রী তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন :

“গণপ্রজাতন্ত্রীলাওস-এর ভিয়েনটান সফর করছি ৭ ও ৮ সেপ্টেম্বর, ২০১৬ তারিখে। চতুর্দশ আসিয়ান-ভারতশীর্ষ বৈঠক এবং একাদশ পূর্ব এশিয়া শীর্ষ বৈঠকে যোগদানের উদ্দেশ্যেই আমার ঐ দেশসফর। এই নিয়ে তৃতীয়বার এই বৈঠকগুলিতে অংশগ্রহণ করছি আমি।

আমাদের‘পুবে তাকাও’ নীতির প্রধান অংশীদারই হল আসিয়ান। আমাদের উত্তর-পূর্বাঞ্চলেরঅর্থনৈতিক বিকাশে এর ভূমিকা বিশেষ গুরুত্বপূর্ণ। আমাদের নিরাপত্তা সংক্রান্তস্বার্থ রক্ষায় ও তার বিকাশে এবং এই অঞ্চলের পুরনো ও নতুন নিরাপত্তা সংক্রান্তচ্যালেঞ্জগুলির মোকাবিলায় আসিয়ানের সঙ্গে আমাদের কৌশলগত অংশীদারিত্বের সম্পর্কওবিশেষ গুরুত্বপূর্ণ। প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে উদ্ভূত চ্যালেঞ্জ এবং সেইসঙ্গেবিভিন্ন সুযোগ ও সম্ভাবনা সম্পর্কে আলোচনা ও মতবিনিময়ের একটি বিশেষ মঞ্চ হল পূর্বএশিয়া শীর্ষ বৈঠক।

দক্ষিণ-পূর্বএশিয়ার দেশগুলির সঙ্গে আমাদের সম্পর্ক প্রকৃত অর্থেই ঐতিহাসিক।

আমাদেরদৃষ্টিভঙ্গি ও কর্মপ্রচেষ্টাকে একটিমাত্র শব্দে খুব ভালোভাবেই ব্যাখ্যা করা যায়।তা হল, ‘পরস্পরের সঙ্গে সংযোগ ও যোগাযোগ’ । ব্যবহারিক তথাডিজিটাল সংযোগকে আরও বাড়িয়ে তুলতে আমরা আগ্রহী। সংশ্লিষ্ট দেশগুলির জনসাধারণের পরস্পরেরমধ্যে আরও বেশি করে যোগসূত্র স্থাপন করতেও ইচ্ছুক আমরা। প্রাতিষ্ঠানিকসম্পর্কগুলিকে শক্তিশালী করে তোলার পাশাপাশি সংশ্লিষ্ট দেশগুলির জনসাধারণেরপারস্পরিক কল্যাণে আধুনিক ও পরস্পর নির্ভরশীল বহির্বিশ্বের সঙ্গে যোগসাধনেও আমরাআগ্রহী।

আমারএই সফরকালে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট দ্বিপাক্ষিক বিষয়গুলি নিয়ে আলোচনা ওমতবিনিময়ের সুযোগ লাভ করব শীর্ষ বৈঠকে অংশগ্রহণকারী দেশগুলির নেতৃবৃন্দের সঙ্গে।”