PM Modi meets all Secretaries to the Government of India, reviews work done so far in several sectors
Ten new Groups of Secretaries to be formed who will submit reports on various Governance issues by end of November
PM Modi urges group of secretaries to prioritize harnessing the strengths of the 800 million youth of India

কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকের সচিবদেরবিভিন্ন ক্ষেত্রে সরকারের ভূমিকা ও কাজকর্মের সমালোচনামূলক পর্যালোচনার পরামর্শদিলেন প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার, কেন্দ্রীয় সরকারি সচিবদেরসঙ্গে এক বৈঠকে আলোচনাকালে প্রধানমন্ত্রী বলেন যে সচিবরা সংশ্লিষ্ট যে বিষয়গুলিনিয়ে কাজকর্ম করবেন তার বিভিন্ন ক্ষেত্রে সরকারের ভূমিকা ও সিদ্ধান্ত সম্পর্কেসমীক্ষা ও বিশ্লেষণের কাজ তরুণ আধিকারিকদের দিয়ে করানো উচিত। সচিবদের সঙ্গেপ্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দেন বিভিন্ন দপ্তরের পূর্ণ এবং স্বাধীন দায়িত্বপ্রাপ্তপ্রতিমন্ত্রীরাও ।


এ বছর জানুয়ারি মাসে কেন্দ্রীয় সচিবদের আটটিগোষ্ঠীর পক্ষ থেকে যে রিপোর্টগুলি সরকারের কাছে পেশ করা হয়েছে সে সম্পর্কে আলোচনারসময় এ পর্যন্ত কাজকর্মের একটি উপস্থাপনা দেন ক্যাবিনেট সচিব। ঐ সমস্ত রিপোর্টে যেপ্রস্তাব ও সুপারিশগুলি পেশ করা হয়েছে তাও এদিন তুলে ধরা হয় প্রধানমন্ত্রীর সামনে।ইতিমধ্যে সচিবদের নিয়ে ১০টি নতুন গোষ্ঠীও গঠন করা হয়েছে। সরকারি প্রশাসন ও পরিচালনসম্পর্কিত বিভিন্ন বিষয়ে তাদের পক্ষ থেকে রিপোর্ট পেশ করা হবে নভেম্বরের শেষ নাগাদ।এর আগে সচিবদের নিয়ে গঠিত বিভিন্ন গোষ্ঠী সুনির্দিষ্ট কয়েকটি বিষয়ের ওপর তাদেরমতামত, প্রস্তাব ও সুপারিশ পেশ করেছে। কিন্তু নতুন গোষ্ঠীগুলির কাজ হবে কৃষি,জ্বালানি এবং পরিবহণ সহ বিভিন্ন ক্ষেত্র সম্পর্কে প্রস্তাব ও সুপারিশ সরকারের কাছেপেশ করা। 


সচিবদের সঙ্গে বৈঠকে আলোচনাকালে প্রধানমন্ত্রীবলেন, সচিবদের সবক’টি গোষ্ঠীরই উচিত তাদের সুপারিশে দেশের ৮০ কোটি তরুণ ও যুবকদেরকথা তুলে ধরা। ভারতের জনসাধারণের আশা-আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে নীতি রচনার কাজেসচিবদের সমষ্টিগতভাবে জ্ঞান ও অভিজ্ঞতাকে কাজে লাগানোরও পরামর্শ দেনপ্রধানমন্ত্রী।