প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী প্রাক্তন সাংসদ শ্রী ই আহমেদ মৃত্যুর জন্য শোক প্রকাশ করলেন। প্রধানমন্ত্রী বললেন, 'প্রাক্তন সাংসদ শ্রী ই আহমেদ মৃত্যুর প্রয়াণের বিষয়টি জেনে অত্যন্ত দুঃখবোধ করছি। আমার সহানুভূতি তাঁর সঙ্গে রয়েছে। শ্রী ই আহমেদ কেরালার উন্নয়নের জন্য সম্পূর্ণভাবে নিবেদিত ছিলেন। পশ্চিম এশিয়ার সঙ্গে ভারতের সম্পর্ক উন্নত করতে তাঁর ভূমিকা অত্যন্ত প্রশংসনীয় ছিল। মুসলিম সম্প্রদায়ের ক্ষমতায়ন করতেও শ্রী ই আহমেদের ক্রমাগত এবং প্রশংসনীয় উদ্যোগ সবসময় করা হবে।'
Saddened by the demise of Mr. E Ahamed, a veteran political leader who served the nation with great diligence. My condolences.
— Narendra Modi (@narendramodi) February 1, 2017
Mr. E Ahamed devoted significant efforts towards Kerala's progress. His role in deepening India's ties with West Asia was notable.
— Narendra Modi (@narendramodi) February 1, 2017
The continuous efforts of Mr. E Ahamed for the empowerment of the Muslim community will be remembered.
— Narendra Modi (@narendramodi) February 1, 2017
Paid tributes to late Mr. E Ahamed. pic.twitter.com/DzjQvbaZ15
— Narendra Modi (@narendramodi) February 1, 2017