প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উত্তরপ্রদেশে কৃষকদের সমস্যার ব্যাপারে কথা বললেন। তিনি বললেন যে রাজ্য সরকারের কাছ থেকে আখ চাষীরা তাঁদের অধিকার পাচ্ছেন না। শ্রী মোদী বললেন, 'উত্তরপ্রদেশের আখ চাষীদের অভিযোগ তাঁরা তাঁদের পাওনা পাচ্ছেন না। কেন অখিলেশ জি তাঁদের পাওনা আটকে রেখেছেন?' তিনি বললেন বিজেপি ঘোষণাপত্রে কৃষকদের কল্যাণকে অগ্রাধিকার দিয়েছে এবং ক্ষমতায় আসার দুই সপ্তাহের মধ্যেই তাঁদের ঋণ মুকুব করে দেওয়া হবে। তিনি আরও বললেন যদি পূর্ণ গরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার আসে তাহলে ক্ষুদ্র কৃষকদের সমস্ত ঋণ অবিলম্বে মুকুব করে দেওয়া হবে।