মঙ্গলবার লোকসভায় রাষ্ট্রপতি ভাষণের ধন্যবাদজ্ঞাপক আলোচনায় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী জবাবী ভাষণ দিলেন। এই ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বললেন যে ইতিহাস কেবলই বইয়ের পাতায় বন্দী থাকলে তা আমাদের সমাজ জীবনকে প্রেরণা যোগায় না। প্রত্যেক যুগেই ইতিহাসকে জানা এবং ইতিহাসে বাঁচার প্রয়োজনীয়তা রয়েছে। "কংগ্রেস পার্টির জন্মের আগে থেকে দেশের কোটি কোটি মানুষের মনে স্বাধীনতা স্পৃহাজেগে উঠেছিল। ১৮৫৭’র স্বাধীনতা সংগ্রামে এদেশের মানুষ, জীবন বাজি রেখে লড়েছিলেন। জাতি-ধর্ম-বর্ণের উর্দ্ধে উঠে সকলে মিলে লড়েছিলেন। তখনও পদ্ম ছিল, আজও পদ্ম আছে", বললেন প্রধানমন্ত্রী।
Login or Register to add your comment