৩০ সে অগাস্ট ২০১৬-তে গুজরাতের জামনগরের একটি বাঁধ থেকে জল ছাড়ার সূচনা অনুষ্ঠানে শ্রী নরেন্দ্র মোদীর সতর্ক দৃষ্টি বেশ কয়েকজন সাংবাদিক এবং চিত্র-সাংবাদিকের প্রাণ বাঁচিয়েছিলো।

গুজরাতের দুর্লভ সৌরাষ্ট্র অঞ্চলের জলের সমস্যা দূর করার জন্য সাউনি যোজনার সূচনা অনুষ্ঠান চলছিলো।

বাঁধের জল ছাড়ার জন্য সুইচ টিপে মুখ্যমন্ত্রী বিজয় রূপানি সহ প্রধানমন্ত্রী এবং শাসকগোষ্ঠী জলস্রোতের দিকে তাকান। সে সময় শ্রী মোদী দেখেন, তীব্র বেগে ছুটে আসা জলস্রোতের গতিপথে দাঁড়িয়ে রয়েছেন কিছু সাংবাদিক। জল যে দিকে আসছে সেদিকে ভ্রুক্ষেপ নেই কাজে ব্যস্ত সাংবাদিকদের। তখন মোদীই প্রথম বাঁহাত তুলে দাঁড়িয়ে থাকা সাংবাদিকদের সরে যেতে বলেন। সঠিক সময়ে সতর্কবার্তা দিয়ে মূল্যবান জীবন রক্ষা করেছিলেন।

একজন চিত্র-সাংবাদিক সংবাদ সংস্থার সঙ্গে কথা বলার সময় বললেন যে, প্রধানমন্ত্রী তাঁকে একটি নতুন জীবন দিয়েছেন

শ্রী মোদীর এই শ্রী সতর্কতার জন্য বারবার প্রশংসিত করা হয়েছিল।

৫ এপ্রিল ২০১৫-তে যখন প্রধানমন্ত্রী প্রধান বিচারপতি ও মুখ্যমন্ত্রীদের সঙ্গে বিজ্ঞান ভৱনে একটি সম্মেলনে যোগ দিযেছিলেন তখন একজন চিত্র-সাংবাদিক নিচে পড়ে গিয়েছিলেন। সেই ব্যক্তিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে শ্রী নরেন্দ্র মোদীর ছাড়া অন্য কেউ ছিল না। এমনকি এই গপ্প ব্যাপকভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।